সারাংশ লিখুন:
প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষা পাসটাই বড় হয় এবং পাঠ্যপুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এ কারণেই পরীক্ষায় পাস করা লোকের অভাব নেই আমাদের দেশে, কিন্তু অভাব আছে জ্ঞানীর। যেখানেই পরীক্ষা পাসের মোহ তরুণ ছাত্র-ছাত্রীদের উৎকণ্ঠিত রাখে, সেখানে জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে উন্মুখ করতে হবে। সহজ লাভ আপাত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মোহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মোচিত হবে না।
'সাহিত্যে খেলা' প্রবন্ধে প্রমথ চৌধুরী সাহিত্যের উদ্দেশ্য সম্পর্কে যে অভিমত ব্যক্ত করেছেন তা আলোচনা করুন।
"চন্দরা কহিল, মরণ।" উক্তিটির মধ্য দিয়ে আত্মমর্যাদাবোধ ও নারীমুক্তির যে রূপ উন্মোচিত হয়েছে, তার স্বরূপ বিশ্লেষণ করুন।
'বিদ্রোহী' কবিতায় 'পুরান-প্রসঙ্গ' সম্পর্কে বিশদ আলোচনা করুন।
"চাঁদের অমাবস্যা' উপন্যাস আরেফ আলীর ব্যক্তিক সংকট, সংশয়, আত্মবিশ্লেষণ ও আত্মজাগরণের শিল্পভাষ্য”-উক্তিটির যথার্থতা বিচার করুন।