দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮। ছোট সংখ্যাটি ৬৫ হলে, বড় সংখ্যাটি কত?
ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো কী কী লিখুন।
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার । এর ভূমি ১৮ মিটার হলে উচ্চতা নির্ণয় করুন।
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে।
উৎপাদকে বিশ্লেষণ করুন: a2-1+2b-b2
লিজা ও শিখার বয়সের অনুপাত ২:৩। তাদের দুইজনের বয়সের সমস্টি ৩০ বছর হলে কার বয়স কত?