সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় । দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুইটি পাইপ এক সাথে ব্যবহার করে চৌবাচ্চাটির ১৩ অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
একজন লোক তার ২ সন্তানের মধ্যে ছেলেকে সম্পত্তির ৫/১১ অংশ এবং মেয়েকে অবশিষ্ট সম্পত্তির ৫/১১ অংশ দিলেন। বাকী সম্পত্তি তার স্ত্রীকে দিলেন। স্ত্রী ৩৬০০ টাকার মূল্যের সম্পত্তি পেলে সন্তানেরা কত টাকা মূল্যের সম্পত্তি পাবে?
একটি গুদামে কিছু পণ্যের নির্দিষ্ট সংখ্যক প্যাকেট রয়েছে। এগুলোর সাথে ৫০ কেজি ওজনের একটি প্যাকেট যোগ করলে গড় ওজন ১ কেজি বেড়ে যায়। ৫০ কেজি ওজনের আরো একটি প্যাকেট যোগ করলে গড় ওজন আরো ১.৫ কেজি বেড়ে যায়। প্যাকেটগুলোর প্রকৃত গড় ওজন কত?
x + 1x=7 হলে x3 + 1x3 এর মান কত?