x2 + 6x2y + 11xy2 + 6y3 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য ৪% কম এবং বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হতো, তাহলে ১২.৫% লাভ হতো। দ্রব্যটি কত মূল্যে ক্রয় করা হয়েছিল?
একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা ৫৮। ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুনের চেয়ে ৫ রান কম। ঐ খেলায় ইমনের রান কত?
একটি চাকার ব্যাস ৪.৫ মিটার। চাকাটি ৩৬০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
পানি ভর্তি একটি বালতির ওজন ১৫ কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন ৯.৫ কেজি। খালি বালতির ওজন ও পানির পরিমাণ কত?