a+b+c=15 হলে এবং a2 + b2 + c2 = 83 হলে ab + bc + ac এর মান কত?
কামাল ১টি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে ১৮০ নাম্বার পেয়েছে। সে গণিত অপেক্ষা ইংরেজিতে ১২ নাম্বার কম পেয়েছে। সে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছে?
একটি কম্পিউটার ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৪৫০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কম্পিউটারটির ক্রয়মূল্য কত?
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৩ মিটার ও লম্ব ৫ মিটার হলে ঐ ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত সেন্টিমিটার?
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রন্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে ৪ দিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?