একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য 10% ক্ষতিতে বিক্রয় করলে প্রাপ্ত বিক্রয়মূল্য অপেক্ষা 25 টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
৪০ মিটার দৈর্ঘ্য এবং ৩০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার পর দুইটি রাস্তা আছে। দুইটির মোট ক্ষেত্রফল কত?
একটি সোনার গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩:১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে ?
এক ব্যক্তি 40,000 টাকার একাংশ 4% মানুফায় এবং 6% মুনাফায় বাকি অংশ বিনিয়োগ করে বছর শেষে 2040 টাকা মুনাফা গেল। সে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল?
টাকায় ১০টি পরে লেবু ক্রয় করে ৮টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?