কোনো কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে। তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। কাজটি কতদিনে শেষ হয়েছিল?
এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে দাঁড় বেয়ে ঘন্টায় ২১২ কি. মি. যেতে পারে। স্রোতের বেগ ঘন্টায় ৩ কি.মি. হলে স্রোতের অনুকূলে ৪২১২ কি.মি. যেতে তার কত সময় লাগবে?
একজন ফল বিক্রেতার ৫% ফল পচে গেল এবং আরো ৫% ফল পরিবহন এর সময় নষ্ট হল। বাকি ফল শতকরা কত লাভে বিক্রয় করলে তার মোটের উপর ২০% লাভ হবে?