আমরা দেশের উন্নয়ন চাই
সারমর্ম লিখুন:
নম্র কহে, "ধূলিকণা, ভোগ মিছে, চিরকাল পড়ে র'লি চরণের নিচে।" ধূলিকণা কহে, "ভাই, কেন কর ঘৃণা? তার তোমার দেহের আমি পরিলাম কিনা? মেঘ বলে, "সিন্ধু,তব জনম বিফল, পিপাসায় দিতে না আর একবিন্দু জল!" সিন্ধু কহে, "পিতৃনিন্দা কর কোন মুখে? তুমিও অপেয় হবে পড়িলে এ বুকে"।