পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে, পিতার বয়স কত?
একটি সাধারণভাবে স্থাপিত আয়তকার আরসিসি বিমের স্প্যান দৈর্ঘ্য ৫ মিটার। বিমের উপর ১০,০০০ কেজি লোড সমভাবে অর্পিত আছে। যদি fc= ২১০ কেজি/বর্গসেমি, fs = ১৪০০ কেজি/বর্গসেমি এবং n = ১২ হয়, তবে বিমটির প্রস্থচ্ছেদের আকার ও লোহার পরিমাণ নির্ণয় করুন।
টাকায় ৪টি দরে ক্রয় করে টাকায় ৫ টি দরে বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
দুটি মেয়াদী আমানত হিসাবে মোট ১,২০,০০০/- টাকা জমা রাখা হয়। এর একটিতে ৫% হারে ও অপরটিতে ৭% হারে ৭২০০/- টাকা সুদ পাওয়া যায়। ৫% হারে কত টাকা জমা রাখা হয়?