কোন এক পরীক্ষায় ১২০০ জন পরীক্ষার্থী ছেলে ছিল। যদি ছেলেদের ৫০% এবং মেয়েদের ৪০% উত্তীর্ণ হয় এবং উভয় পরীক্ষার্থীর ৪৬% কৃতকার্য হয়। তবে শুধু মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা নির্ণয় করুন?
দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
১০ টাকাকে এমনভাবে ২ জনের মধ্যে ভাগ করুন যাতে পার্থক্য ১ টাকা হয়।
করিম একটি কাজের তিন ভাগের এক অংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিল এবং ৫ দিন কাজ করে কাজ ত্যাগ করল। বাকি কাজ করিম ১২ দিনে শেষ করল। সম্পূর্ণ কাজটি করতে রহিমের কতদিন সময় লাগত?
একটি ভেড়া ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো ভেড়াটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ভেড়াটির ক্রয়মুল্য কত?