একটি চৌবাচ্চায় তিনটি নল আছে। প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ৩০ মিনিট ও ২০ মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তৃতীয় নল দ্বারা পূর্ণ চৌবাচ্চাটি ৬০ মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে পূর্ণ হবে?
a+b = 13 এবং a-b=3 হলে 2a2 + 2b2 এবং ab এর মান কত?
সরল করুনঃ ৩৬ ÷ ২ + ২৮ ÷ ৪+১২ ÷৪ ÷৬
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। এর পরিসীমা ৪০ মিটার মিটার হলে, দৈর্ঘ্য ও গ্রন্থ নির্ণয় কর।
একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং গ্রন্থ ১.২৫ মিটার হলে চৌবাচ্চার গভীরতা কত?
যোগ করুন। ২৭+২৩+১০=?