খুব উচ্চ ফ্রিকোয়েন্সির ধারক কী হিসেবে কাজ করে?
বিটা ক্ষয়- এর সাথে কোন চার্জহীন কণা নির্গত হয়?
একটি কর্নো ইঞ্জিন 427∘ তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং 77∘ তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিন প্রতি চক্রে 1 Kcal তাপ গ্রহণ করলে, প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর।
P-কেন্দ্র বিশিষ্ট R ব্যাসার্ধের একপাক তার কুন্ডুলীর মধ্যে দিয়ে I-বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। যদি কুন্ডুলীর ব্যাসার্ধ অর্ধেক ও প্রবাহমাত্রা দ্বিগুণ করা হয়, তবে কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান কত গুণ হবে?
50 Hz কম্পাঙ্কের একটি এসি সিগনাল এর শূন্য থেকে শীর্ষ মানে পৌছাতে কত ms সময় লাগবে?