ইমদাদ হোসেনের কারখানার উপর্যুক্ত অবস্থান যে সুবিধা প্রদান করে-
ⅰ. সহজ যোগাযোগ
ii. ভোক্তার সমাগম
iii. কর অবকাশ
নিচের কোনটি সঠিক?
একজন ক্রেতার পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো-
i. বিক্রয় করে লাভবান হওয়া
ii. পরবর্তী উৎপাদনে ব্যবহার করা
iii. পারিবারিক ভোগে ব্যবহার করা
'জেনিমা ইলেক্ট্রনিক্স লি.' তাদের বিপণনকৃত এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে দুই বছরের মধ্যে কোনো ত্রুটি দেখা দিলে নিজস্ব ব্যবস্থায় তা মেরামত করে। এ ধরনের সুবিধা প্রদানের জন্য গত বছরে ব্যয় হয়েছে ৩ কোটি টাকা। এ কোম্পানির ব্যবস্থাপনা মনে করে এ খাতে প্রচুর অর্থ ব্যয় হলেও ভোক্তার আনুগত্য ও সন্তুষ্টি ধরে রাখার জন্য এর কোনো বিকল্প নেই।
'জেনিমা ইলেক্ট্রনিক্স লি.' গত বছর ৩ কোটি টাকা ব্যয় করেছে তা কোন ধরনের উৎপাদনজনিত কষ্ট বা ব্যয়ের অন্তর্ভুক্ত?