মিসেস রূপা ধানমন্ডির একটি বৃহদায়তন বিপণিতে মাঝে মাঝে পরিবারের প্রয়োজনীয় শপিং করতে যান। এ বিপণিতে শাড়ি, কসমেটিকস্, জুতা, বাচ্চাদের পোশাক, জুয়েলারি প্রভৃতি পৃথক পৃথক বিভাগে বিক্রয় করা হয়। ফলে তিনি সহজেই পছন্দনীয় পণ্য কিনতে পারেন। উদ্দীপকে মিসেস রূপা যে বিপণি থেকে শপিং করেন সেটি কোন ধরনের বিপণি?