PICK UP কোন ধরনের প্রতিষ্ঠান?
ব্যবসায় স্থাপনের ক্ষেত্রে গ্রামে কোন ধরনের প্রতিষ্ঠানের অভাব পরিলক্ষিত হয়?
বিক্রয় প্রসার কোন ধরনের কৌশল?
একটি দেশের এক বছরে মোট দেশজ উৎপাদন পাওয়া যায় -
i. মোট ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় যোগ করে
ii. মোট সরকারি ব্যয় যোগ করে
iii. নিট রপ্তানি যোগ করে
নিচের কোনটি সঠিক?
কোন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতাদের পূর্বপরিকল্পনা, প্রচেষ্টা ও সময়ের প্রয়োজন হয়?
মিসেস রূপা ধানমন্ডির একটি বৃহদায়তন বিপণিতে মাঝে মাঝে পরিবারের প্রয়োজনীয় শপিং করতে যান। এ বিপণিতে শাড়ি, কসমেটিকস্, জুতা, বাচ্চাদের পোশাক, জুয়েলারি প্রভৃতি পৃথক পৃথক বিভাগে বিক্রয় করা হয়। ফলে তিনি সহজেই পছন্দনীয় পণ্য কিনতে পারেন। উদ্দীপকে মিসেস রূপা যে বিপণি থেকে শপিং করেন সেটি কোন ধরনের বিপণি?