কোনটির কার্যের ফলে উচ্চতর মানসিক ক্রিয়া যথা- পর্যবেক্ষণ, শিক্ষণ, চিন্তন, জ্ঞান, স্মৃতি ইত্যাদি সম্ভবপর হয়?
দর্শনের জন্য সংবেদন অঞ্চলের কোন অংশ দায়ী?
ওয়েক্সলার কাদের বুদ্ধি পরিমাপের জন্যে WISC প্রণয়ন করেছিলেন?
অবিন্যস্ত উপাত্তের উদাহরণ কোনটি?
ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ধারণা রয়েছে। এটি মনোভাবের কোন উপাদান?
মার্গারেট মিড গবেষণা করে দেখতে পান কোন উপজাতি বড় পরিবারে বাস করত?