ক্লাসে কোনো শিক্ষকের প্রতি ছাত্রের ইতিবাচক মনোভাব রয়েছে। কারণ উক্ত শিক্ষকের জ্ঞান, তার বোঝানোর ক্ষমতার প্রতি ঐ ছাত্রের ইতিবাচক ধারণা রয়েছে। এটি মনোভাবের কোন উপাদান?
নিজের ব্যর্থতা ও অক্ষমতা থেকে উদ্ভূত পীড়াদায়ক গ্লানির কবল থেকে মুক্তি লাভের জন্য কোনটি ব্যবহার করে?
প্রত্যেক ব্যক্তিকেই কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়?
টারম্যান, বিনে-সিমোঁ বুদ্ধি অভীক্ষাটি প্রথম প্রয়োগ করেন-
i. আমেরিকান স্কুল শিশুদের ওপর
ii. আমেরিকান বৃদ্ধদের ওপর
iii. আমেরিকান প্রাপ্ত বয়স্কদের ওপর
নিচের কোনটি সঠিক?
কোনটির কার্যের ফলে উচ্চতর মানসিক ক্রিয়া যথা- পর্যবেক্ষণ, শিক্ষণ, চিন্তন, জ্ঞান, স্মৃতি ইত্যাদি সম্ভবপর হয়?
সামাজিক দূরত্ব পরিমাপ মানকটি কে তৈরি করেন?