মেরুরজ্জু হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের-
i. সবচেয়ে নিচের অংশ
ii. সবচেয়ে বড় অংশ
iii. সবচেয়ে সরল গঠনযুক্ত অংশ
নিচের কোনটি সঠিক?
জীবকে জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত করা কোন স্নায়ুতন্ত্রের কাজ?
টেলিভিশনে প্রতিদিন একই বিজ্ঞাপন বারবার দেখানো হয়। এর ফলে 'কিছু দর্শক পরবর্তীতে বাজার থেকে ঐ দ্রব্য ক্রয় করে। এটি মনোভাব পরিবর্তনের কোন ধরনের পরিবর্তন?
চিরায়ত সাপেক্ষীকরণের প্রক্রিয়া হলো-
i. অর্জন
ii. অবলুপ্তি
iii. পুনরাগমন
রহিম নামের একজন ব্যক্তি, একটি সরকারি অফিসে চাকরি করেন। তিনি সেখানে স্বতঃস্ফূর্তভাবে খুশিমনে কাজ করেন এবং অন্যদের ও সৃজনী প্রতিভা বিকাশের উপযোগী সুযোগ করে দেন। এটি তার কোন সুস্থতাকে নির্দেশ করে?
ফুলের বাগানে ছবি তোলা- এখানে ফুলের বাগান কী হিসেবে ব্যবহৃত হয়?