টেলিভিশনে প্রতিদিন একই বিজ্ঞাপন বারবার দেখানো হয়। এর ফলে 'কিছু দর্শক পরবর্তীতে বাজার থেকে ঐ দ্রব্য ক্রয় করে। এটি মনোভাব পরিবর্তনের কোন ধরনের পরিবর্তন?
কোন প্রবৃত্তির কারণে মানুষের মধ্যে প্রায় সময়ই আগ্রাসী তাড়না জমা হতে থাকে?
যে সকল বস্তু বা ঘটনা লক্ষ্যবস্তু লাভে বাধার সৃষ্টি করে সে বস্তু বা ঘটনাকে কোনটির উৎস বলা হয়?
কোনটি উদ্দীপক উপাদান?
আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে থাকে-
i. দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু
ii. দুটি ঋণাত্মক লক্ষ্যবস্তু
iii. দুটি লক্ষ্যবস্তুই সমান আকর্ষণীয়
নিচের কোনটি সঠিক?
মানসিক চাপ সৃষ্টির ক্ষেত্রে কত ধরনের পারিপার্শ্বিক উপাদানের সমন্বয় ঘটে?