সরবরাহ যানের অবচয় কোন ধরনের ব্যয়?
প্রদেয় নোটের টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণের প্রভাব কী?
মাল খতিয়ান কে সংরক্ষণ করেন?
রিতা একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। প্রত্যেক মাস শেষে সে ৫,০০০ টাকা করে কারবার হতে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ৫%। উত্তোলনের সুদ বাবদ কত টাকা ধার্য করতে হবে?
যে দাখিলা দ্বারা নামিক হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে কী বলে?
হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে?