রিতা একটি অংশীদারি কারবারের একজন অংশীদার। প্রত্যেক মাস শেষে সে ৫,০০০ টাকা করে কারবার হতে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার ৫%। উত্তোলনের সুদ বাবদ কত টাকা ধার্য করতে হবে?
স্থায়ী মূলধন পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়- i. প্রারম্ভিক মূলধনii. অতিরিক্ত মূলধনiii. উত্তোলননিচের কোনটি সঠিক?
একটি হিসাবের জের ৯০ টাকা, যা রেওয়ামিলের ভুল পার্শ্বে বসানো হয়েছে। অন্যান্য সবকিছু সঠিক হলে রেওয়ামিলের দুই পার্শ্বের পার্থক্য কত হবে?
সরবরাহ যানের অবচয় কোন ধরনের ব্যয়?
'X' লিঃ এর বিক্রিত পণ্যের ব্যয় কত?
প্রাপ্ত ভাড়া ৫,০০০ টাকা ভাড়া হিসাবে ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল?