3x + 2y = 5 এবং 6x + 5y = 2 সমীকরণজোটটি কোন ধরনের?
একটি সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য 16 সে.মি. এবং ক্ষেত্রফল 80 বর্গসে.মি. হলে, ঐ কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হতে ঐ কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত?
বৃত্তের-
i. সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
ii. কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে
iii. যেকোনো সরলরেখায় একটি মাত্র ছেদবিন্দু থাকে
নিচের কোনটি সঠিক?
এক লোক একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে। তারপর 12 কি. মি. ঠিক উত্তর দিকে গেল। সেখান থেকে পূর্বে 5 কি. মি. গমন করল। যাত্রাশেষে সে নির্দিষ্ট অবস্থান থেকে কতদূরে অবস্থান করবে?
চিত্রে AB || CD; PQ উহাদের ছেদক হলে-
i. ∠AEF = ∠DFE
ii. ∠BEF = ∠DFE = 180°
iii. ∠BEP = ∠CFQ
4x – 3 = 5 হলে, 64x2 - 27 - 180x = কত?