সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক?
একটি কর্ণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যায়?
নিচের কোনটিকে শূন্যমাত্রার সত্তা বলে গণ্য করা হয়?
1৪ মিটার লম্বা একটি মই একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে ভূমির সঙ্গে 45° কোণ উৎপন্ন করে। দেওয়ালটির উচ্চতা নির্ণয় কর।
কোনো ক্লাসে 70% ছাত্র বাংলা পছন্দ করে, 57% ছাত্র ইংরেজি পছন্দ করে এবং 50% ছাত্র উভয় বিষয় পছন্দ করে। কতজন ছাত্র উভয় বিষয় পছন্দ করে না?
x কে চলক বিবেচনায়-
i. ax2 + bx + c = 0 একটি দ্বিঘাত সমীকরণ
ii. (2x + 1)2 = 4x2 + 4x - 1 একটি সমীকরণ ও অভেদ
iii. (x + 1)2-(x-1)2 = 4x একটি অভেদ
নিচের কোনটি সঠিক?