সামাজিক ব্যবসায়' ধারণার প্রবক্তা কে?
পুস্তক লেখকের অধিকার সুরক্ষায় কোন আইন অধিকতর কার্যকর?
মি. চৌধুরী একটি প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা। তার জন্য কোন ধরনের ভূমিকা অধিক তাৎপর্যপূর্ণ?
জনাব রহিমের পরিচালিত ব্যবসায়টি কোন ধরনের?
রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করে। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করিম ব্যবসায় হতে শতকরা কত ভাগ মুনাফা পাবে?
স্মারকলিপিতে উল্লেখ থাকে
i. নাম ধারা
ii. অবস্থান ধারা ও ঠিকানা ধারা
iii. উদ্দেশ্য ধারা