রহিম ও করিম সম অংশীদারিত্বের ভিত্তিতে যথাক্রমে ১,০০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসায় শুরু করে। করিমের পূর্ব ব্যবসায়িক অভিজ্ঞতা থাকায় তা তার মূলধনস্বরূপ গণ্য হবে। করিম ব্যবসায় হতে শতকরা কত ভাগ মুনাফা পাবে?
মোন্ডা মোটার লিমিটেড টুইটারে একাউন্ট খুলে সারা বিশ্বে তাদের নতুন মোটরবাইক সম্পর্কে সবাইকে অবহিত করে। এটিকে কোন ধরনের মাধ্যম বলা যায়?
পদ-মর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকে বলে-
'ব্যবস্থাপনা একটি সর্বজনীন বিষয়'- এ সম্পর্কে প্রথমে আলোকপাত করেন কে?
উদ্দীপকে বর্ণিত কোন কোম্পানিটি রাষ্ট্রীয় ব্যবসায় সংগঠন?
কোন ক্ষেত্রে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ