অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যে দেনা-পাওনা নিষ্পত্তির জন্য কোনটি বহুলভাবে ব্যবহৃত হয়?
কোন ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংক তার নিজস্ব সুনাম ধার দেয়?
নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও ! জনাব নাসির প্যাকেটজাত খাবার সরবরাহ করেন। প্রতি প্যাকেট খাবার প্রস্তুতের জন্য পরিবর্তনশীল বায় হয় ১২০ টাকা। প্রতি প্যাকেট খাবারের বিক্রয়মূল্য ১৮০ টাকা। হোটেল ভাড়া বাবদ তাঁর বাৎসরিক ব্যয় হয় ৩৬,০০০), টাকা এবং কর্মচারীদের বাৎসরিক বেতন ৬০,০০০ টাকা।
প্যাকেট প্রতি দত্তাংশ (Contribution Margin) কত?
দাবি আদায়ের জন্য আবেদন পেশ করার ক্ষেত্রে নিচের কোন দলিলটি যুক্ত করতে হয়?
X কোম্পানি লি. ১০,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন যা থেকে আগামী বছরে প্রতিবছর ৪,০০০ টাকা করে পেলেন। পরিশোধকাল কত হবে?
পুনঃফরমায়েশ স্তর ৫০,০০০ একক, প্রতিমাসে স্বাভাবিক মজুদ ব্যবহার ৯,০০০ একক এবং মজুদ পাওয়ার লিড টাইম ২-৬ মাস। কোম্পানির সর্বনিম্ন মজুদ স্তর কত একক?