নিচের উদ্দীপকটি পড় এবং ৩৮ ও ৩৯ নং প্রশ্নের উত্তর দাও ! জনাব নাসির প্যাকেটজাত খাবার সরবরাহ করেন। প্রতি প্যাকেট খাবার প্রস্তুতের জন্য পরিবর্তনশীল বায় হয় ১২০ টাকা। প্রতি প্যাকেট খাবারের বিক্রয়মূল্য ১৮০ টাকা। হোটেল ভাড়া বাবদ তাঁর বাৎসরিক ব্যয় হয় ৩৬,০০০), টাকা এবং কর্মচারীদের বাৎসরিক বেতন ৬০,০০০ টাকা।

প্যাকেট প্রতি দত্তাংশ (Contribution Margin) কত?

Created: 7 months ago | Updated: 1 month ago

Related Questions