মি. সিয়ামের অর্থ বিনিয়োগ করার উদ্দেশ্য হলো-
i. লভ্যাংশ প্রাপ্তি
ii. পরোক্ষ কর্মসংস্থান
iii. মূলধনী আয় উপার্জন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : সালেহ আহম্মেদ বিদেশ থেকে পণ্য আমদানি করেন। পণ্য আমদানি করতে তিনি টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ব্যাংকের সহযোগিতা নেননি।
সালেহ আহম্মেদ কোন ধরনের অপরাধ করেছেন?
উদ্দীপকে উলেখিত মৃত্যুকে কোন নামে অভিহিত করা যায়?
কোন প্রত্যয়পত্র শুধু গুদাম ভাড়া অগ্রিম হিসাবে প্রদান করা হয়?
লেনদেনের ক্ষেত্রে কোন ধরনের চেক অধিক নিরাপদ?
মোনালী একটি অভিজাত মার্কেটে থ্রি-পিস কিনতে গেল। কিন্তু থ্রি- পিস ক্রয়ের জন্য যথেষ্ট পরিমাণ নগদ টাকা না থাকায় সে কার্ড দ্বারা তার একাউন্ট থেকে টাকা উত্তোলন করে থ্রি-পিস ক্রয় করলো।
মোনালী কোন ধরনের কার্ড ব্যবহার করলো?