উদ্দীপকটি পড়ে ৩ নং প্রশ্নের উত্তর দাও : সালেহ আহম্মেদ বিদেশ থেকে পণ্য আমদানি করেন। পণ্য আমদানি করতে তিনি টাকা পাঠানোর ক্ষেত্রে কোনো ব্যাংকের সহযোগিতা নেননি।
সালেহ আহম্মেদ কোন ধরনের অপরাধ করেছেন?
অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের উৎস কোনটি?
জনাব শফিকের ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থায়নে নিচের কোন বিষয়টি প্রাধান্য পাবে?
কোন ব্যাংকের একটি নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ রাখা বাধ্যতামূলক নয়?
যদি IRR = ১৪% হয়, তাহলে NPV = ?
সিএপিএম মডেলের উপাদানগুলো হলো-
i. ঝুঁকিমুক্ত আয়ের হার
ii. বাজার সুদের হার
iii. বেটা সহগ
নিচের কোনটি সঠিক?