An introduction to logic and scientific method গ্রন্থটি কার?
অন্বয়ী পদ্ধতির অসুবিধাগুলো তুমি যেভাবে মূল্যায়ন করবে-
i. এ পদ্ধতিটি বহুকারণবাদ দ্বারা নাকচ হয়ে যায়
ii. এটি একটি নিরীক্ষণ পদ্ধতি, আর নিরীক্ষণের সাহায্যে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা সম্ভম্ব হয় না
iii. অন্বয়ী পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্ক থেকে সহঅবস্থান সম্পর্ক পৃথক করা যায় না
নিচের কোনটি সঠিক?
সম্ভাবনা পরিমাপের নিয়ম যুক্তিবিদ্যা ছাড়া অন্য কোন জ্ঞান শাখার আলোচ্য বিষয়?
সূর্য পৃথিবীয়রা র চারদিকে ঘোরে'- টলেমির এ ব্যাধীন ময় তৎকালীন সাধারণ মানুষ চূড়ান্ত সত্য বলে গ্রহণ করেছিল। এটি কোন ব্যাখ্যার বৈশিষ্ট্যের উদাহরণ?
মানুষের দেহকে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ভাগ করা হচ্ছে-
তাপ হচ্ছে এক ধরনের বর্ণনাতীত লঘুজাতীয় পদার্থ।"- এটি কোন ধরনের সংজ্ঞা?