রবিন তার বন্ধুদের সাথে পাশা খেলছিল। এসময় রবিন বলে ওঠে এ খেলার সম্ভাব্যতার মাত্রা নিয়ে 'X' প্রথম ধারণা দেন। 'X'- এর সাথে নিচের কোন বিজ্ঞানীর মিল রয়েছে?
যুক্তির উপাদানের মাধ্যমেই জানা যায়-
i. যুক্তির প্রকৃতি
ii. যুক্তির গঠন
iii. যুক্তির নিয়ম
নিচের কোনটি সঠিক?
কীভাবে ভিন্ন ভিন্ন অর্থ ধারণকৃত পদের দ্ব্যর্থকতা দূর করা যায়?
শ্রেণিকরণের মাধ্যমে যে বিষয়গুলো জানার আওতায় আনা যায় তা হলো-
i. জাগতিক জটিল বিষয়াবলি
ii. জাগতিক বৈচিত্র্যপূর্ণ বিষয়াবলি
iii. বিভিন্ন ঘটনাবলি
যৌক্তিক বিভাগের সীমাবদ্ধতা সম্পর্কে তোমার মূল্যায়ন হবে-
i. সকল বিষয়ে যৌক্তিক বিভাগ কার্যকর
ii. এমন অনেক বিষয় আছে, যেগুলোর ব্যক্তর্থ যৌক্তিক বিভাজন প্রক্রিয়ায় বিশ্লেষণ করা যায় না
iii. এমন অনেক বিষয় আছে যেগুলোকে বিভাজন করতে গেলে বিভাগের নিয়ম লঙ্ঘিত হয়
"প্রতিটি পদই বস্তুকে নির্দেশ করে ও গুণকে প্রকাশ করে এবং একটি পদের ব্যক্ত্যর্থ তার বস্তুর দিক উল্লেখ করে এবং জাত্যর্থ তার গুণের দিক উল্লেখ করে।"- উক্তিটি কে করেছেন?