যদি বলা হয়, 'কাচের ভেতর দিয়ে দেখা যায়, কারণ কাচ হচ্ছে স্বচ্ছ।'- তাহলে এ ব্যাখ্যাটি ভ্রান্ত হবে কেন?
সম্ভাব্যতার মাত্রা সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
এশার ধারণকৃত শ্রেণিকরণটি হলো-
i. প্রাকৃতিক শ্রেণিকরণ
ii. কৃত্রিম শ্রেণিকরণ
iii. অবৈজ্ঞানিক শ্রেণিকরণ
নিচের কোনটি সঠিক?
কিসের মাত্রা সম্ভাবনার মাত্রা প্রকাশ করে না?
যুক্তিবিদ জেভন্সের মতে 'ক' হলো আরোহের অন্যতম ভিত্তি। 'ক' নিচের কোনটিকে নির্দেশ করছে?
যৌক্তিক বিভাগের শুদ্ধতার ব্যাপারে তুমি যা বলবে-
i. শুদ্ধতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ
ii. যথাযথ নিয়ম অনুসরণ করা হলে বিভাজন প্রক্রিয়া সঠিক হয়
iii. নিয়ম অনুসরণ না করলে বিভিন্ন অনুপপত্তির সৃষ্টি হয়