মিল এর মতে যেসব শ্রেণি প্রকৃতিতেই বিরাজ করে তাকে কী বলে?
নাম/বিশেষ্য/সর্বনাম + সদর্থক এই গঠনপ্রণালি কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে?
উদাহরণ-১-এ কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে?
আবর্তন কী ধরনের পরিবর্তন বোঝায়?
প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য কী?
শ্রুতি বইতে পড়ে, দুই পা না থাকলে মানুষকে মানুষ বলা যাবে না, এমন নয়। অর্থাৎ পা ছাড়াও মানুষ মানুষ হিসেবে পরিচিত হতে পারে।- এখানে 'মানুষ' পদের কোন বিষয়টি ফুটে উঠেছে?