জনাব করিমের পরিবারে ২০১৪ সালের ১ জানুয়ারি ব্যাংক ঋণ ১,০০,০০০ টাকা ও মোট সম্পদের পরিমাণ ৫,০০,০০০ টাকা ছিল। চলতি বছর ব্যাংক ঋণের ৬০,০০০ টাকা পরিশোধ করলে তাঁর পারিবারিক হিসাবে প্রভাব পড়বে-i. সম্পদ কমবেii. দায় কমবেiii. আয় কমবে
উত্তোলনের ওপর সুদ কীভাবে দেখানো হয়?
হিউসল এন্ড কোং-এর ২০১৭ সালের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ১২,০০,০০০ ও ৬,৮০,০০০ টাকা। ২০১৭ সালে সম্পত্তি বেড়েছে ১,৬০,০০০ টাকা ও দায় কমেছে ৬০,০০০ টাকা বছর শেষে স্বত্বাধিকার কত?
ফাহিম স্টোরের রেওয়ামিলের ডেবিট দিকে সুনাম ২৫,০০০ টাকা দেওয়া আছে। সমন্বয়ে বলা আছে সুনামের ১/১০ অংশ অবলোপন করতে হবে। এক্ষেত্রে অবলোপনকৃত টাকার পরিমাণ হবে-
মূলধন জাতীয় ব্যয় কোনটি ?
মূলত অনিশ্চিত হিসাব একটি -