হিউসল এন্ড কোং-এর ২০১৭ সালের শুরুতে সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ১২,০০,০০০ ও ৬,৮০,০০০ টাকা। ২০১৭ সালে সম্পত্তি বেড়েছে ১,৬০,০০০ টাকা ও দায় কমেছে ৬০,০০০ টাকা বছর শেষে স্বত্বাধিকার কত?
জনাব আতিক তার প্রতিষ্ঠানের মজুরি প্রদান ২,০০০ টাকা বেতন হিসাবে লেখা হয়েছে- এটি কোন ধরনের ভুল?
জনাব করিমের পরিবারে ২০১৪ সালের ১ জানুয়ারি ব্যাংক ঋণ ১,০০,০০০ টাকা ও মোট সম্পদের পরিমাণ ৫,০০,০০০ টাকা ছিল। চলতি বছর ব্যাংক ঋণের ৬০,০০০ টাকা পরিশোধ করলে তাঁর পারিবারিক হিসাবে প্রভাব পড়বে-i. সম্পদ কমবেii. দায় কমবেiii. আয় কমবে
পাটের ব্যবসায়ী সোহেল, জামালের কাছ থেকে কেনা ২০ হাজার টাকার পাট ফেরত দিল। এটি কোথায় লিপিবন্ধ হবে?
পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করতে হলে-i. পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় প্রয়োজনii. পণ্যের মোট ব্যয় নির্ধারণ প্রয়োজনiii. মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করা প্রয়োজননিচের কোনটি সঠিক?
বিক্রয়মূল্য নিরূপণ করা হয়-i. মোট ব্যয় থেকে ক্ষতি বাদ দিয়েii. মোট ব্যয়ের সাথে লাভ যোগ করেiii. মোট ব্যয়ের সাথে ক্ষতি যোগ করেনিচের কোনটি সঠিক?