বর্তনীটিতে শুধু রোধের মান পরিবর্তন করা হলে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোন লেখচিত্রটি সমর্থন করে?
1 mm পীচ বিশিষ্ট একটি স্ক্লেরোমিটারের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100. এর তিনটি পায়ের মধ্যে দুটি পায়ের মধ্যবর্তী দূরত্বগুলো যথাক্রমে 6.3 cm, 6.4 cm ও 6.4 cm এর সাহায্যে একটি বক্রতলের উচ্চতা 7 cm পাওয়া গেলে তলটির বক্রতার ব্যাসার্ধ কত?
M ভরের একটি বস্তুর গতিশক্তি E হলে এর ভরবেগ কত ?
পানি থেকে 19.6 m উপরে থাকা ব্রিজ থেকে একটি বস্তুকে নৌকার উপর ফেলার জন্য ছেড়ে দেওয়া হলো তখন নৌকাটি ব্রিজ থেকে 6m দূরে থাকলে নৌকার দ্রুতি কত হবে?
একটি স্ফেরোমিটারের যে কোনো দুটি পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব 4.5 cm. এর সাহায্যে একটি উত্তল লেন্সের বক্রতার তলের উচ্চতা পা তিনটির সমতল থেকে 3.6 cm হলে লেন্সটির বক্রতার ব্যাসার্ধ কত?
একটি স্ক্লেরোমিটারের তিনটি পায়ের মধ্যে পরস্পর দুটি পায়ের মধ্যবর্তী দূরত্বগুলো হলো 7.1 cm, 7.0 cm, 7.0 cm. এর সাহায্যে পরিমাপ করে একটি বক্রতলের উচ্চতা 8cm পাওয়া গেলে তলটির বক্রতার ব্যাসার্ধ কত?