হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকাকে কী বলে?
ব্যবসায় হতে মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ৫,০০০ টাকা উত্তোলন করলে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন ঘটে?
মালিকানাস্বত্বকে প্রভাবিত করে-i. আয়ii. ব্যয়iii. সম্পদনিচের কোনটি সঠিক?
প্রাপ্য কমিশন কোন জাতীয় হিসাব?
জনাব সোহাইল ২০২৩ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকার ব্যাংক ঋণ এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জনাব সোহাইলের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
বিপরীত দাখিলা কখন হয় না?