জনাব সোহাইল ২০২৩ সালের ১ জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকার ব্যাংক ঋণ এবং ৫০,০০০ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জনাব সোহাইলের মালিকানা স্বত্বের পরিমাণ কত?
প্রতিষ্ঠানের লাভ-লোকসান নির্ণয় করা সম্ভব হয় কীভাবে?
স্পর্শনীয় সম্পদ কোনটি?
বিক্রয় ফেরতের উৎস দলিল কোনটি?
বিক্রয় ১৮,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ২,৫০০ টাকা, সমাপনী মজুদ ১,৭০০ টাকা, ক্রয় ১৩,৪০০ টাকা এবং ক্রয় পরিবহন ৭০০ টাকা হলে; বিক্রীত পণ্যের ব্যয় কত?
হিসাবের গাণিতিক নির্ভুলতা পরীক্ষা করার উদ্দেশ্যে হিসাবসমূহের ডেবিট ও ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্সগুলোর একটি তালিকা তৈরি করা হয়। এ তালিকাকে কী বলে?