হিসাবকালের শেষে রেওয়ামিল প্রস্তুত করা হলেও সমাপনী মজুদ পণ্য কেন রেওয়ামিলে আসে না?
লেনদেনের সামগ্রিক ফলাফল জানা যায় কোন হিসাবের মাধ্যমে?
কোন নীতি অনুযায়ী ব্যবসায়ের নির্দিষ্ট কোনো আয়ুষ্কাল নেই?
তপুকে ২,০০০ টাকার পূর্ণ নিষ্পত্তিতে ১,৬০০ টাকা প্রদান করা হলো। বাকি ৪০০ টাকার জন্য কোন হিসাবটি প্রভাবিত হবে?
রেওয়ামিলের গরমিল বা ভুলত্রুটি খুঁজে বের করার জন্য ষষ্ঠ ব্যবস্থাপত্র কী?
চালানে কী প্রদর্শিত হয়?