চালানে কী প্রদর্শিত হয়?
মি. সুজন ৫ লক্ষ টাকা নিয়ে নতুন ব্যবসায় শুরু করলেন। এক্ষেত্রে তার মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হবে-i. ব্যবসায়ে প্রদত্ত অর্থii. ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায়ের মেশিন ক্রয়iii. বন্ধুর নিকট হতে ধারকৃত অর্থ
নিচের কোনটি সঠিক?
উৎপাদন ব্যয়ের মাধ্যমে প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ করা হয় যেভাবে তা হলো-i. উৎপাদন ব্যয়ের সাথে প্রকৃত ব্যয়ের তুলনা করেii. কর্মীদের দায়িত্ব ভাগ করে দিয়েiii. প্রকৃত বায় ও উৎপাদন ব্যয়ের পার্থক্যের কারণ নির্ণয় ও অপচয় রোধ করে
কোনটির সাহায্যে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা যায়?
হিসাবকালের শেষে রেওয়ামিল প্রস্তুত করা হলেও সমাপনী মজুদ পণ্য কেন রেওয়ামিলে আসে না?
শিল্প কারখানার কয়টি ক্ষেত্রে উৎপাদন ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?