বাক্যের মধ্যে 'সর্বদা', 'অবশ্যই', 'একান্তভাবে' এ শব্দগুলো থেকে যদি বাক্যটি সদর্থক হয় তাহলে যৌক্তিক আকারে রূপান্তর করার সময় বাক্যটি কিরূপ হবে?
অপনয়ন' শব্দের অর্থ হলো-
i. বাতিল করা
ii. অপসারণ করা
iii. ধরে রাখা
নিচের কোনটি সঠিক?
কোন ধরনের সংজ্ঞার ক্ষেত্রে সত্যতা বা মিথ্যাত্ব আরোপ করা যায় না?
মধ্যবর্তী জাতি হলো- i. পরমতম জাতিii. ক্ষুদ্রতম জাতিiii. মাঝে অবস্থানকারী জাতিনিচের কোনটি সঠিক?
দরজার তালা ভাঙ্গা দেখে ধারণা করা হলো যে, চোর হয়তো তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করেছে। এরূপ ধারণা গঠন করাকে কী বলে?
যে মৌলিক বা আবশ্যিক অংশের সাথে কার্যকারণ সম্বন্ধ স্থাপন করা যায় শুধু সেই অংশকে রেখে বাকি আবশ্যক অংশকে বাদ দেওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়?