মধ্যবর্তী জাতি হলো- i. পরমতম জাতিii. ক্ষুদ্রতম জাতিiii. মাঝে অবস্থানকারী জাতিনিচের কোনটি সঠিক?
যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে তাকে কী আবর্তন বলা হয়?
কোনো ঘটনার অনুপস্থিতিতে যদি কোনো ঘটনা ঘটা সম্ভব না হয় তবে তাকে কী ধরনের শর্ত বলে?
বাক্যের মধ্যে 'সর্বদা', 'অবশ্যই', 'একান্তভাবে' এ শব্দগুলো থেকে যদি বাক্যটি সদর্থক হয় তাহলে যৌক্তিক আকারে রূপান্তর করার সময় বাক্যটি কিরূপ হবে?
যুক্তিচিন্তন প্রক্রিয়ার উৎপত্তি ও ক্রমবিকাশের লক্ষ্যে যাদের নাম উল্লেখযোগ্য-
i. যুক্তিবিদ জে এস মিল
ii. যুক্তিবিদ আই এম কপি
iii. যুক্তিবিদ এইচ ডব্লিউ বি যোসেফ
নিচের কোনটি সঠিক?
'সব মানুষ হয় দ্বিপদ' এর সরল আবর্তন হবে 'সব দ্বিপদ প্রাণী হয় মানুষ'। এ থেকে গৃহীত প্রকল্পটিকে তুমি কীভাবে মূল্যায়ন করবে?