'একটি বই', একটি প্রাণী, একটি টেবিল- এ পদগুলো কী ধরনের পদ?
ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা হলো-
i. প্রকল্পের একটি বাড়তি গুণ
ii. প্রকল্প প্রমাণে এর কোনো গুরুত্ব নেই
iii. প্রকল্প প্রমাণিত হওয়ার ক্ষেত্রে সহায়ক হয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
প্রাকৃতিক শ্রেণিকরণের উদ্দেশ্য কী?
উদাহরণ-১-এ কোন ধরনের আরোহের ইঙ্গিত রয়েছে?
শ্রুতি বইতে পড়ে, দুই পা না থাকলে মানুষকে মানুষ বলা যাবে না, এমন নয়। অর্থাৎ পা ছাড়াও মানুষ মানুষ হিসেবে পরিচিত হতে পারে।- এখানে 'মানুষ' পদের কোন বিষয়টি ফুটে উঠেছে?
যে বচন বা বাক্যে 'এবং' শব্দ ব্যবহার করে একাধিক বক্তব্য প্রকাশিত হয় তাকে বলে-
i. সংযোজক বাক্য
ii. যৌগিক বাক্য
iii. সরল বাক্য