বাকীতে সেবা প্রদানের ফলে মৌলিক হিসাব সমীকরণের উপাদানগুলোর উপর প্রভাব হবে-
i. দায় বৃদ্ধি
ii. সম্পত্তি বৃদ্ধি
iii. মালিকানা স্বত্ব বৃদ্ধি'
নিচের কোনটি সঠিক?
সংশ্লিষ্ট বছরের মেশিনটির অবচয়ের পরিমাণ কত টাকা?
নিচের কোন গুচ্ছটি অলীক সম্পদ?
আশা ও নিশা একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা। তারা মূলধনের ওপর ১০% সুদ ধার্য করে। আশা কারবার পরিচালনায় অংশগ্রহণ করে না। আশা কী ধরনের অংশীদার?
হিসাববিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কী?
ব্রান্ড ও লেভেল কোন ধরনের সম্পত্তি?