সরল ছন্দিত গতিতে গতিশীল কোনো কণার সরণের সমীকরণ x = A cos ωt, এক্ষেত্রে কণাটি-
i. এক প্রান্ত হতে যাত্রা শুরু করেছে
ii. t= T4 সময়ে সাম্যাবস্থানে থাকবে
iii. t= T2 সময়ে কণাটির যাত্রা শুরু বিন্দুর বিপরীত পাশে অবস্থান করবে
নিচের কোনটি সঠিক?
ইলেকট্রনটির গতিশক্তি কত?
A=5i + 3j - 5k ভেক্টরটির ZX তলে মান কত হবে।
৫
52
34
59
একটি গ্যালভানোমিটারের রোধ 100Ωএবং এর সাথে কত মানের একটি শান্ট যুক্ত করলে তড়িৎ প্রবাহমাত্রার 99% শাল্টের মধ্যে দিয়ে যাবে?
ভেক্টররূপে প্রকাশিত ভরবেগসমূহের লব্ধি সংরক্ষণের ক্ষেত্রে -
i. যে কোনো দিকে ঐ লব্ধির উপাংশও সংরক্ষিত থাকবে।
ii. যে কোনো দিকে উপাংশ বের করার পর ভেক্টর চিহ্ন ব্যবহার না করলেও চলে।
iii. ভরবেগ যদি ভেক্টরে প্রকাশিত হয় তবে এর দিক উল্লেখ করতে হয়।
নিচের কোনটি ভেক্টর রাশি?