সামাজিক আইনের অন্যতম উদ্দেশ্য কোনটি?
'Sociology' শব্দটি প্রবর্তন করেন কে?
নিচের উদ্দীপকটি পড়ো এবং ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
ক্লাসে জাহিদ তার শিক্ষককে জানায় বোর্ডের লেখা দেখা যাচ্ছে না। তার রুগ্ন দেহ, ফ্যাকাশে চেহারা দেখে শিক্ষক জাহিদকে বললেন, তোমার বাবাকে বলবে চোখের ডাক্তার এর নিকট নিয়ে যেতে।জাহিদের সমস্যাটি কোন মৌল মানবিক চাহিদা পুরণের অন্তরায় থেকে উদ্ভূত হয়েছে?
পল্লি সমাজসেবা কার্যক্রম সর্বপ্রথম কয়টি থানায় বাস্তবায়িত হয়?
রায়হান সাহেবের স্ত্রীকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজকর্মী তামান্না সমাজকর্মের কোন শাখার জ্ঞান প্রয়োগ করবে?
ব্রিটিশ সরকার কাদের মাধ্যমে ধর্মগোলার সার্বিক কার্যক্রম পরিচালনা এক করতো?