কোন বিন্যাসে পণ্য উৎপাদনের অনুক্রম অনুযায়ী যন্ত্রপাতি সাজানো হয়?
বিক্রয়কর্মীরা নতুন পণ্য ভোগের জন্য কাকে প্ররোচিত করে?
মিসেস অনন্যা ৮৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মিরপুরে 'সাবরিনা' নামে বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। প্রথমে এলাকাভিত্তিক প্রসারের জন্য তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে পত্রিকার সাথে লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপনের ব্যবস্থা করলেন। খুব স্বল্প সময়ের মধ্যেই তার 'সাবরিনা' বিউটি পার্লারটি মিরপুর এলাকায় ব্যাপকভাবে প্রসার লাভ করল। বর্তমানে মিসেস অনন্যা একজন সফল বিউটিশিয়ান। মিসেস অনন্যার ব্যবসায়টি সেবা শিল্পের বিবেচনায় কোন ধরনের এন্টারপ্রাইজ?
ভোক্তা কে?
বর্তমানে কোল্ড ড্রিংকসের বাজারে অনেক প্রতিযোগী রয়েছে। রহমান লি. নতুন কোল্ড ড্রিংকস বাজারে ছাড়তে চায়। সেজন্য প্রতিযোগিতা মোকাবিলায় প্রতিষ্ঠানটির জন্য করণীয় কী?
পণ্য বণ্টনপ্রণালিতে বিজ্ঞাপন কোন ধরনের বাধা দূর করে?