মিসেস অনন্যা ৮৫ লক্ষ টাকা বিনিয়োগ করে মিরপুরে 'সাবরিনা' নামে বিউটি পার্লার প্রতিষ্ঠা করেন। প্রথমে এলাকাভিত্তিক প্রসারের জন্য তিনি প্রত্যেক বাড়িতে বাড়িতে পত্রিকার সাথে লিফলেটের মাধ্যমে বিজ্ঞাপনের ব্যবস্থা করলেন। খুব স্বল্প সময়ের মধ্যেই তার 'সাবরিনা' বিউটি পার্লারটি মিরপুর এলাকায় ব্যাপকভাবে প্রসার লাভ করল। বর্তমানে মিসেস অনন্যা একজন সফল বিউটিশিয়ান। মিসেস অনন্যার ব্যবসায়টি সেবা শিল্পের বিবেচনায় কোন ধরনের এন্টারপ্রাইজ?