পণ্যবিন্যাসে বিশেষভাবে ডিজাইনকৃত দালানগুলো হয়ে থাকে-
i. বহুমুখী ব্যবহারযোগ্য
ii. বহুমুখী ব্যবহার অযোগ্য
iii. ব্যয়বহুল
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের স্টিল মিলগুলোতে আকরিক লৌহের চাহিদা ব্যাপক। এ চাহিদা পূরণের সাথে সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। দেশ ও বিদেশ হতে পরিত্যক্ত শিপগুলো ক্রয় করে এনে এখানে কাটা হয় এবং প্রাপ্ত লোহা দেশের বিভিন্ন স্টিল মিলে সরবরাহ করা হয়। চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার প্রধান কারণ হলো-
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. বাজারের নৈকট্য
iii. কম বিপণন ব্যয়
কোন কাজের মাধ্যমে পণ্য নাড়াচাড়া সহজ হয় ও পণ্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়?
বর্তমানে সমজাতীয় অনেক প্রতিযোগী থাকায় কিসের ওপর বিক্রয় অনেকটা নির্ভর করে?
বাজার বিভক্তিকরণের সুবিধা হলো-
i. বিক্রয় বৃদ্ধি
ii. ব্যয় বৃদ্ধি
iii. পণ্যের মানোন্নয়ন
একটি শিল্পের উৎপাদন ক্ষমতার পরিমাণ ঐ শিল্পের কোন উপাদানের ওপর নির্ভর করে?