বাংলাদেশের স্টিল মিলগুলোতে আকরিক লৌহের চাহিদা ব্যাপক। এ চাহিদা পূরণের সাথে সাথে মুনাফা অর্জনের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। দেশ ও বিদেশ হতে পরিত্যক্ত শিপগুলো ক্রয় করে এনে এখানে কাটা হয় এবং প্রাপ্ত লোহা দেশের বিভিন্ন স্টিল মিলে সরবরাহ করা হয়। চট্টগ্রামের ভাটিয়ারিতে শিপ-ব্রেকিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার প্রধান কারণ হলো-
i. অবকাঠামোগত উন্নয়ন
ii. বাজারের নৈকট্য
iii. কম বিপণন ব্যয়
নিচের কোনটি সঠিক?